স্নাতক? চাকরির সন্ধানে ঘুরছেন? আপনার জন্য আছে সরকারি চাকরির সুযোগ, রইলো পাওয়ার কৌশল
সম্প্রতি কোচবিহার জেলা কমিটি কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার পদের জন্য প্রার্থী নির্বাচন করছে।
আপনি কি গ্র্যাজুয়েট? চাকরির সন্ধান করছেন? তবে আপনার জন্য আছে একটি সুবর্ণ সুযোগ। সম্প্রতি কোচবিহার জেলা কমিটি কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার পদের জন্য প্রার্থী নির্বাচন করছে। এর জন্য আপনাকে শুধুমাত্র স্নাতক হতে হবে। প্রথমে ৩ বছর চুক্তি ভিত্তিতে নেওয়া হবে। পাশাপাশি এই অ্যাপ্লিকেশন করার শেষ দিন হলো ১২ ফেব্রুয়ারি।
আবেদনের শর্তাবলী -
- আপনাকে ন্যুনতম স্নাতক হতেই হবে।
- কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট অর্জন করতে জন্য।
- মিনিটে ৩০ শব্দ টাইপ করতে হবে।
- যাদের এই লাইনে ১ বছরের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুন
বয়স সীমা -
বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার বয়স নূন্যতম ১৮ থেকে ৩৭ এর মধ্যেই হতে হবে।
বেতন -
আপনাকে আপাতত ১১,০০০ টাকা পেমেন্ট করা হবে।
আবেদনের পদ্ধতি -
এজন্য আপনাকে কোচবিহারের জেলাশাসক দপ্তরে গিয়ে চিঠি জমা দিতে হবে। অথবা পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং তারপর coochbehar.nic.in সাইটে আপনাকে নজর রাখতে হবে আপনার চাকরির জন্য