আনারুল হোসেনের উস্কানিতেই বগটুইয়ের অগ্নিকাণ্ড! বিস্ফোরক তথ্য দিল CBI
সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, রামপুরহাট মুনসুবা মোড়ে একটি পেট্রোল পাম্প থেকে ৫ লিটার পেট্রোল কিনেছিল ভাদু শেখের অনুগামীরা
বগটুইয়ের স্মৃতি এখনও টাটকা। ২১ মার্চ রাতে ঠিক কী হয়েছিল? এ বিষয়ে স্পষ্ট নয় সব তথ্য। এর মধ্যেই চার্জশিটে বিস্ফোরক তথ্য পেশ করল সিবিআই। আনারুল হোসেনের উস্কানিতেই নাকি জ্বলেছিল ঘর! সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, রামপুরহাট মুনসুবা মোড়ে একটি পেট্রোল পাম্প থেকে ৫ লিটার পেট্রোল কিনেছিল ভাদু শেখের অনুগামীরা। এরপর তারাই গ্রামের বাড়িতে আগুন দেয়।
সিবিআই-এর বক্তব্য, ভাদু শেখ খুনের পর আনারুলই রামপুরহাট হাসপাতালে গিয়ে ক্ষুব্ধ জনতাকে উস্কে দিয়েছিল। আর সেই উস্কানির পরেই বোমা-লাঠি, পেট্রোল নিয়ে গ্রামের দিকে যায় উন্মত্ত জনতা। চলে ভাঙচুর, আগুন লাগানো।
আরও পড়ুন
প্রসঙ্গত, আনারুলের বিরদ্ধে আরও কড়া পদক্ষেপ করছে সিবিআই। তাঁর বিরুদ্ধে নতুন একটি ধারায় মামলা রুজু করা হচ্ছে। বগটুইয়ের ঘটনায় প্রথম থেকেই আনারুল হোসেনকেই মাস্টারমাইন্ড বলে উল্লেখ করেছে সিবিআই।