আসানসোল যাওয়ার পথে শক্তিগড়ে জলযোগ সারলেন অনুব্রত, মেনুতে কী কী ছিল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/08/2022   শেষ আপডেট: 24/08/2022 11:39 a.m.
facebook.com/AnubrataMondalOfficial

আমজনতার ভিড়, ছবি তুললেন অনেকেই

১৪ দিনের সিবিআই হেফাজত শেষ আজ। আসানসোলে সিবিআইয়ের স্পেশাল আসানসোল নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মন্ডলকে। ফের জেল হেফাজত চাইতে পারে সিবিআই। এর মধ্যেই শক্তিগড়ে নেমে জলযোগ সারলেন অনুব্রত। মেনুতে ছিল নাকি মুড়ি চা। আর একটি সূত্র মারফত খবর, তিনি নাকি কচুরি খেয়েছেন। তবে সুগারের কারণে শক্তিগড়ের ল্যাংচা নাকি খান নি।

এদিন কলকাতার নিজাম প্যালেস থেকে সকাল সকাল সিবিআইয়ের কনভয় বেরিয়ে যায়। কলকাতা থেকে আসানসোল দূরত্ব অনেকটাই। তাই সকাল সকাল বেরিয়ে যায়। জলযোগের সুযোগ ঘটেনি। সকাল সাড়ে দশটা নাগাদ শক্তিগড় পৌঁছায় সিবিআই কনভয়। ঢুকে যায় একটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি ধাবায়। সেখানে ছিলেন প্রায় পনেরো মিনিট।

সকাল থেকেই বেশ ফুরফুরে মেজাজ অনুব্রত মন্ডলের। মুখে হাসি। ক্লান্তির কোন ছাপ নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শরীর ভালোই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন ঠিক করছেন বলেও তিনি জানিয়েছেন। ধাবা থেকে বেরতেই তাঁকে প্রশ্ন করা হয়, কী ছিল প্রাতঃরাশের মেনু? জানিয়েছেন, মুড়ি খেয়েছেন। তবে শক্তিগড়ের ধাবায় গেলেও মিষ্টি খাওয়া হয়নি অনুব্রতর। কারণ, সুগার রয়েছে তাঁর।

অনুব্রত মন্ডলকে দেখেই আমজনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলের দাবি, দাদাকে দেখতে এসেছি। এমনকী অনেকে ছবিও তোলেন।