সামনের তিন পুজোয় ভিড় নিয়ন্ত্রণ করতে আবার মামলা হাইকোর্টে?
দুর্গাপুজো বিষয়ে মামলা দায়ের করা আইনজীবীই আবার করবেন মামলা
জনস্বার্থ মামলার কারণে দুর্গাপুজো শরণার্থীশূন্য করার রায় দিয়েছিলো কলকাতা হাইকোর্ট। সেই রায় মোতাবেক কলকাতার রাস্তায় ‘পুজোর ভিড়’ দেখা যায়নি এই বছর। সামনে কালী, ছট এবং জগদ্ধাত্রী পুজো। ফলে সেখানেও ভিড় হওয়ার এক প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। করোনা সংক্রমণ রুখতে সেই ভিড় নিয়ন্ত্রণ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী। দুর্গাপুজো দর্শকশূন্য করার বিষয়ে হওয়া জনস্বার্থ মামলায় আইনজীবী হিসাবে ছিলেন সব্যসাচীবাবুই। তিনি মনে করছেন দুর্গা পুজোয় মানুষ বেরোতে পারেনি, ফলে সামনের এই তিন পুজোয় লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নেমে পড়ার সম্ভাবনা আছে। তাই করোনা সংক্রমণের সম্ভাবনাও প্রবল। এই চারিদিক মাথায় রেখে আগামী সপ্তাহেই হাইকোর্টে যাবেন তাঁরা।
আরও পড়ুন