উপনির্বাচনে বাম-কংগ্রেসের জয়জয়কার, চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম, ঝালদায় কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/06/2022   শেষ আপডেট: 29/06/2022 9:49 a.m.
সিপিএম কংগ্রেস @twitter

৩২ বছর পরে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ড সিপিএমের দখলে

উপনির্বাচনে খাতা খুলল বাম-কংগ্রেস। শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) এবং প্রধান বিরোধী দল বিজেপিকে (BJP) পেছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে সিপিএম ও কংগ্রেস। পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। অন্যদিকে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ড ছিনিয়ে নিয়েছে সিপিএম।

উল্লেখ্য, মাস কয়েক আগেই ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী তপন কান্দু খুন হন। এই খুন নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। গত রবিবার ছিল উপনির্বাচন। তপন কান্দুর মৃত্যুর পর এই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন মিঠুন কান্দু। ৭৭৮ ভোটে কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু জয়লাভ করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছেন মাত্র ১৫২ টি ভোট। আর বিজেপির ঝুলিতে মাত্র ৩২ টি।

অন্যদিকে, হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বাম-চমক। এই ওয়ার্ডটি বিজেপির দখলে ছিল। তবে এবারের পুরসভা নির্বাচনে এই ওয়ার্ডে ভোট হয়নি। বিজেপি প্রার্থীর আকস্মিক প্রয়াণে নির্বাচন স্থগিত হয়ে যায়। তবে উপনির্বাচনে সিপিএমের চমকপ্রদ ফল। বিজেপি, তৃণমূলকে টেক্কা দিয়ে ১৩০ ভোটে জয় ছিনিয়ে নিলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ৩২ বছর পর এই ওয়ার্ড সিপিএমের দখলে এল।