তিনদিন অনশন করে কাহিল বিমল গুরুং, আশ্বাস দিতে পৌঁছালেন মন্ত্রী বুলুচিক বড়াইক
দার্জিলিংয়ের সিংমারিতে অনশন করছেন বিমল গুরুং
জিটিএ নির্বাচন (GTA election) বাতিলের দাবিতে বুধবার থেকে অনশনে বসেছেন গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung)। তবে অনশনের তৃতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার জেদ ভাঙাতে শনিবার দার্জিলিংয়ের (Darjeeling) সিংমারিতে অনশন মঞ্চে তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমোর সঙ্গে আলোচনা করতেই তাঁকে রাজ্যের তরফে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
জিটিএ নির্বাচনের বিরোধিতা করে গত বুধবার থেকে অনশনে বসেছেন বিমল গুরুং। তাঁর দাবি, এখনই ভোট না করিয়ে আগে জিটিএকে আইন অনুযায়ী সমস্ত অধিকার দেওয়া হোক। তবে ক্রমাগত অনশনে কাহিল হয়ে পড়েছেন একদা সময়কার দোর্দন্ডপ্রতাপ নেতা। তাকে রুখতেই এদিন আশ্বাস দেওয়া হয়েছে, পাহাড়ে জিটিএ নির্বাচন হয়ে গেলেই মোর্চা নেতার সঙ্গে আলোচনায় বসবে রাজ্য। বুলুচিক মিটিং শেষে সাংবাদিকদের বলেন, "আমি গুরুংকে বললাম, নির্বাচনী বিধি লাগু রয়েছে, তাই এখন আলোচনা সম্ভব নয়। তবে নির্বাচন শেষ হলেই আলোচনা করা যাবে। কারণ যে কোনও সমস্যার সমাধানে আলোচনাই একমাত্র পথ।"
সস্ত্রীক বিমল গুরুংয়ের সঙ্গে দেখা সেরে বুলুচিক জানান, "আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক বিমল গুরুংয়ের। তাই আমি দেখা করতে এসেছি। কারণ গোর্খা জাতির জন্য বিমল গুরুং প্রচুর কাজ করেছেন। তাকে ছাড়া গোর্খা জাতি ভাবাই যায়না। তাই তাকে অনুরোধ করলাম গোর্খাদের কথা মাথায় রেখেই অনশন তুলে নিক। আর যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। কিন্তু এখন নির্বাচনী বিধি লাগু রয়েছে,। তাই নির্বাচনের শেষেই আলোচনা করা যাবে। তবে ওঁর সঙ্গে আমার যা কথা হয়েছে তা আমি কলকাতায় জানিয়ে দেব।" এদিন, মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও বুলুচিক কথায় তাল মিলিয়ে বলেন, "এটা ঠিক নির্বাচনী বিধি চালু হয়ে গেলে আলোচনা করা যায় না। আমরাও সভাপতিকে বোঝাচ্ছি তিনি যাতে অনশন তুলে নেন। কারণ গোর্খা জাতির স্বার্থে তাকে লাগবেই।"