অসুস্থতা নিয়েও ব্রিগেডে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 27/02/2021 9:36 a.m.
বুদ্ধদেব ভট্টাচার্য

চিকিৎসকরা অনুমতি দিলে তবেই আসতে পারবেন

আগামীকাল অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ। এবারের জোটবদ্ধ লড়াইএর জন্য মাঠে থাকবে কংগ্রেস ও আব্বাসরাও। আর এই ব্রিগেডে আসুক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এমনটাই ইচ্ছে রাজ্য সিপিএম নেতৃত্বদের। তবে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি তাকে হাজির করার উদ্যোগ নিয়েছে বাম ছাত্র-যুব নেতাবৃন্দ। শোনা যাচ্ছিল, না আসতে পারলেও লিখিত বার্তা পাঠাবেন বুদ্ধবাবু। তবে এখন তিনি নিজেই সমাবেশে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন। কিন্তু শরীরের কথা মাথায় রেখে যদি চিকিৎসকরা অনুমতি দেন, তবেই আসবেন তিনি।

মহম্মদ সেলিম এ বিষয়ে জানান,"বুদ্ধদেব ভট্টাচার্য শুধু একটা নাম নন। তিনি বামফ্রন্ট কর্মী-সমর্থকদের কাছে একজন এমন নেতা যাঁর কথা শোনার জন্য তাঁরা অপেক্ষা করে থাকেন। তিনি ব্রিগেড সমাবেশে এলে আমাদের কাছে তা খুব খুশির খবর হবে। তবে সব কিছু নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের ওপর।" মুখ্যমন্ত্রী থাকা কালীন ব্রিগেডে সভা করেছেন, এমনকি ক্ষমতা হারানোর পর ২০১৫ তে ব্রিগেডে সাংগাঠনিক সভায় বক্তৃতা দেন বুদ্ধদেব এবং ২০১৯ এও অসুস্থ শরীর নিয়ে ব্রিগেডে যান তিনি। শারীরিক অসুস্থতা নিয়েও নিজের দল ও মানুষের কাছে যাওয়ার জন্য উদ্যমী বুদ্ধদেবের এহেন ইচ্ছায় স্বভাবতই খুশি বামেরা।