বিজেপি ছাড়লেন বনি সেনগুপ্ত, পোস্ট করতেই শুরু কটাক্ষ
বিজেপি নিজেদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ : বনি সেনগুপ্ত
বিজেপি (BJP) ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। ২০২১ বিধানসভা ভোটের (2021 Assembly Election) প্রাক্কালে বিজেপিতে যোগ দেন বনি। এরই মধ্যে আজ টুইট করে অভিনেতা জানালেন, বিজেপি ত্যাগ করার কথা।
টুইট করে এদিন বনি জানান, "আপনাদের সকলকে জানাতে চাই যে, আজ থেকে বিজেপির সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ এবং বাংলা চলচ্চিত্র জগতের উন্নতির জন্য বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনও অগ্রগতি দেখতে পাচ্ছি না আমি। বিজেপি নিজেদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ।"
অন্যদিকে, বনির বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত টুইট করে জানাতেই শুরু হয়েছে কটাক্ষ। অধিকাংশ নেটিজেনের বক্তব্য, "রাজ্যের শাসকদল তৃণমূল, তাহলে বিজেপি কিভাবে বাংলার উন্নতি ঘটাবে?"। এছাড়াও বনিকে বিঁধে কিছুজনের মন্তব্য, "আপনি ভেবেছিলেন বিজেপিতে যোগ দিয়ে আপনি প্রভাব বিস্তার করে, টলিউডে অনেক কাজ পাবেন। তা না হতেই, বিজেপি ত্যাগ।" অনেকেই আবার বনি'র করা টুইটের বানান নিয়েও ট্রোল করতে ছাড়েননি।