ভোট শেষেই পাণিহাটিতে ব্যপক বোমাবাজি, কড়া নিরাপত্তায় ঘিরল কেন্দ্রীয় বাহিনী
বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন স্থানীয়রা
ভোট পূর্ববর্তী হিংসা ও ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনার ঘটনা রোজই ঘটেছে জেলায় জেলায়। কিন্তু এবার ভোটের পরেও চলল ব্যপক বোমাবাজি। ভোটপর্ব মেটার অব্যবহিত পরেই বোমাবর্ষণে উত্তপ্ত হয়ে উঠলো পাণিহাটির ২৯ নম্বর ওয়ার্ড। কানফাটানো বোমার শব্দে নাজেহাল এলাকাবাসী। আতঙ্কে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পুলিশি নজরদারিতে মোড়া হল এলাকা।
ঠিক কি হয়েছিল গতরাতে? স্থানীয় সূত্রে খবর, ভোটের সময় এলাকায় অশান্তি না থাকলেও ভোট মেটার পরেই পানিহাটি ২৯ নম্বর ওয়ার্ড ঘোলা মুসলমানপাড়া এলাকায় আচমকাই বোমাবাজি শুরু হয়। পথচলতি মানুষরাও ভয়ে ছুটোছুটি শুরু করেন। পরপর বেশ কয়েকটি বোমার বিস্ফোরণে উত্তেজনা ছড়ায় এলাকায়। দুষ্কৃতীরা বাইকে করে এসে বোমা ছোঁড়ে একনাগাড়ে। ঘটনাস্থলে আসে সিআরপিএফ। তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চম দফার ভোটগ্রহণের দিন সল্টলেক, শান্তিপুর, কল্যাণী, রানাঘাট, কামারহাটি, দেগঙ্গা, প্রভৃতি অঞ্চলে উত্তেজনা ছড়ায়।