১৪ দিন পর জলাশয় থেকে উদ্ধার হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া রোগীর দেহ

মালদহের ঘটনা
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মালদার বামনগোলা মুদিপুকুর হাসপাতালে ভর্তি হওয়ার ১৪ দিন পর বছর বত্রিশের সুকান্ত টুডুর মৃতদেহ উদ্ধার হল একটি জলাশয় থেকে। এই অস্বাভাবিক ও রহস্যময় মৃত্যুতে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন
হাসপাতাল থেকে নিরুদ্দেশ হওয়ার খবর পেয়েই ছুটে যায় রোগীর পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। গতদিন বিকেলে জলাশয় থেকে ওই ব্যক্তির পচাগলা দেহ মেলে এবং তা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ধরনের রহস্যমৃত্যু কোনো খুন নাকি আত্মহত্যা, তাই নিয়ে তদন্তে নেমেছে বামনগোলা পুলিশ।