করোনার মধ্যেই পশ্চিমবঙ্গে কালাজ্বরের প্রাদুর্ভাব, আক্রান্ত ৬৫
বেলেমাছির শরীরে থাকা পরজীবী 'কেমোটোমাস আার্জেন্টিনিস' থেকে এই রোগ সংক্রমিত হয়
করোনার (Coronavirus) মধ্যেই পশ্চিমবঙ্গে কালাজ্বরের প্রাদুর্ভাব! রাজ্যের অন্তত ১১টি জেলায় দেখা দিল কালাজ্বর। স্বাস্থ্যভবনের প্রাথমিক তথ্য বলছে, রাজ্যের অন্তত ৬৫ জন এই জ্বরে আক্রান্ত। তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। সাধারণত স্যাঁতসেতে বা ভেজা মাটির দেওয়ালে স্যান্ডফ্লাই (Sandfly) বা বেলেমাছি ডিম পাড়ে। আর এই বেলেমাছির শরীরে থাকা পরজীবী 'কেমোটোমাস আার্জেন্টিনিস' থেকে রোগ সংক্রমিত হয়।
তবে দ্রুত এই রোগ নির্মূল করতে রাজ্য সরকারের পক্ষ থেকে আক্রান্তদের পাকাবাড়ি ও শৌচালয় করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের যেসব জেলায় কালাজ্বরের প্রকোপ দেখা গিয়েছে তার মধ্যে মালদহে আক্রান্তের সংখ্যা বেশি।
প্রসঙ্গত, এই জ্বরে আক্রান্ত ব্যক্তিদের হঠাৎ ওজন কমে যায় এবং ১৪ দিনের বেশি জ্বর, লিভার বা প্লিহা বড় হয়ে যাওয়া, শরীরের চামড়া শুকিয়ে যাওয়া, রক্তাল্পতা, খিদে কমে যাওয়া, বমিভাবের লক্ষণ দেখা দেয়। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই স্বাস্থ্যভবনের বিশেষজ্ঞদল কালাজ্বর প্রবণ এলাকা পরিদর্শনে গিয়েছে। চলছে পর্যবেক্ষণ।