টালমাটাল পরিস্থিতি বঙ্গ বিজেপির! রাশ টানতে লকেটকে আবেদন শান্তনুর
বিদ্রোহী বিজেপি নেতাদের পাশে থাকার আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের
রাজ্যের (West Bengal) পদ্ম শিবিরে (BJP) একাধিকবারই অসন্তোষের ছবি সামনে এসেছে। পূর্বে কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) আলোচনা করতে দেখা যায়। এবার উত্তরাখণ্ডে (Uttrakhand Poll Campaign) প্রচারে গিয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সঙ্গেও প্রচারের ফাঁকে শান্তনু ঠাকুর এক বৈঠক সেরেছেন বলে জানা যাচ্ছে।
সেখানে শান্তনু ঠাকুর, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বঙ্গ বিজেপির হাল ধরতে অনুরোধ জানান। পাশাপাশি লকেট শান্তনু ঠাকুরকে আশ্বস্ত করেন যে, তিনি আগামী ১৪ তারিখের পর দিল্লিতে ফিরে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন এবং বঙ্গের বিদ্রোহী নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন।
সূত্রের খবর, দলীয় তরফে এক বিশেষ দ্বায়িত্ব দিয়ে লকেট চট্টোপাধ্যায়কে উত্তরাখণ্ডে পাঠানো হয়। মঙ্গলবার উত্তরাখণ্ডে ভোটের প্রচারে গিয়ে শান্তনু ঠাকুর সে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
অন্যদিকে, পদ্মদলের অন্দরে মতুয়াদের প্রতিনিধিত্ব নিয়ে কয়েকদিন ধরে ক্ষোভ শোনা যাচ্ছিল শান্তনু ঠাকুরের গলায়। শেষে সেই ক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছিল দিল্লি পর্যন্ত। সূত্রের খবর, শান্তনু ঠাকুর অমিত শাহের সঙ্গেও রাজ্য বিজেপির বৈঠক সারবেন।