বঙ্গে ২০০ আসনে জয়ী হবে বিজেপি, সরকারিভাবে প্রস্তাব আকারে দাবি করল কেন্দ্রীয় নেতৃত্বরা
বাংলা ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতেও নির্বাচন আসন্ন, কিন্তু বাংলাতেই বেশি নজর কেন্দ্রের
নানা সময়ে নানা মঞ্চ থেকে প্রকাশ্য সভায় জোর গলায় হুংকার দিয়ে কত আসনে জয়ী হবেন, সেই হিসাব কষেছেন কেন্দ্র তথা বঙ্গ বিজেপি নেতৃত্বরা। আর এবার সেই হিসাব সরকারিভাবে উঠে আসল কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠকে! আজ বঙ্গে আগমনের পূর্বে গতকাল কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে আহ্বান জানানো হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তবে প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগে ব্যস্ততায় তিনি না যেতে পারলেও উপস্থিত ছিলেন মুকুল রায়। এই বৈঠকে বাংলার বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি বাহিনীর কি রণকৌশল হওয়া উচিত, মূলত সেসব নিয়েই আলোচনা চলে। বাংলার ২০০ আসন বিজেপির হাতের মুঠোয়, এমন দাবি উঠে আসে এখান থেকেই।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ছাড়াও আরও চার রাজ্য, তামিলনাড়ু, অসম, পুদুচেরী ও কেরালাতেও সামনেই আছে বিধানসভা নির্বাচনে। তবে সেসব নিয়ে খুব বেশি আলোচনা না হয়ে আলোচনার সিংহভাগ জুড়েই ছিল বাংলার জন্য স্ট্রাটেজি বানানোর কথোপকথন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার গণতন্ত্র ধুলোয় মিশেছে, এমনটাও উঠে এসেছে আলোচনায়। করোনা পরিস্থিতির মোকাবিলা থেকে শুরু করে কৃষি আইনের তাৎপর্য ইত্যাদি নানা বিষয় নিয়ে দেশের কথা উঠে আসে। তবে বাংলার বিধানসভা নির্বাচনের জন্য যে প্রাণ দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, তার আঁচ এই বৈঠকেও জারি ছিল।