ফের রক্তাক্ত শীতলকুচি, গুলির আঘাতে প্রাণ হারাল যুব বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/05/2021   শেষ আপডেট: 03/05/2021 4:30 p.m.

বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন শীতলকুচি বিধানসভা কেন্দ্রে জিতে গেছেন

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুরুর সময় থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল উত্তরবঙ্গ কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্র। সেখানে নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে রক্ত ঝরেছিল। আবারও নির্বাচন ফলাফল প্রকাশের পরের দিন অর্থাৎ আজ সোমবার ফের রক্ত ঝরল ওই অঞ্চলে। জানা গিয়েছে ফলপ্রকাশের পর তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে গুলি চলে। সেই গুলি পেটে লেগে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। আসলে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়কে ২১ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন। ফলাফল ঘোষণার পরদিন বুড়াপঞ্চার এলাকায় তৃণমূল বিজেপির দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হলে বিজেপি কর্মীর পেটে গুলি লাগে। তাকে তড়িঘড়ি দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

অন্যদিকে ভোটের ফলাফল বেরোনোর পর পূর্ব বর্ধমান রায়না অঞ্চলের সমসপুর গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং তারপর তা হাতাহাতি এবং সংঘর্ষে পরিণত হয়। এই সময় অঞ্চল এর ষাটোর্ধ্ব এক বাসিন্দা ঝামেলা আটকাতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত ব্যক্তির পরিবার অভিযোগ জানিয়েছে যে বিজেপি কর্মী সমর্থকরা তাকে বাঁশ, লাঠি দিয়ে বেদম প্রহার করে এবং তাতেই তার মৃত্যু হয়।