নিরাপত্তা দিতে না পারলে আমাদের ইস্তফা দিয়ে দেওয়া উচিত, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন
অর্জুন সিং এর এই মন্তব্যের পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলে এলো প্রকাশ্যে
ভোটের ফল প্রকাশ শেষ হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপরে একাধিক আক্রমণের ঘটনা সামনে আসছে। অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি ফোন তুলছেন না এবং তারা তাদের গ্রাউন্ড লেভেলের কর্মী-সমর্থকদের পাশে থাকছেন না এই পরিস্থিতিতে। এই ব্যর্থতা ঢেকে দেবার জন্য এবারে ব্যারাকপুরে বিজেপি সাংসদ তথা দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং একটি আজব দাওয়াই দিলেন। মঙ্গলবার অর্জুন ঘোষণা করে দিলেন, জনপ্রতিনিধি হয়ে যদি সেই দায়িত্ব ঠিকমত পালন করা না যায় তাহলে ইস্তফা দিয়ে দেওয়াই ভালো।
অর্জুন সিং এর এই মন্তব্যের পর দ্বিধা-বিভক্ত বিজেপি নেতৃত্ব। নিজেদের ব্যর্থতা নিজেরা উপলব্ধি করেছেন বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর এলাকাটি বিভিন্ন এলাকার মধ্যে অত্যন্ত একটি জনবহুল এবং বিতর্কিত এলাকা। আশেপাশে রয়েছে ভাটপাড়া, শ্যামনগর এবং জগদ্দলের মতো একাধিক শিল্পাঞ্চল। সেখানে রাজনৈতিক অশান্তি সবসময় উত্তপ্ত অবস্থায় থাকে। কখনো কখনো এই রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে গিয়ে থাকে। সেই পরিস্থিতিতে অর্জুন সিং এর একটি মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংবাদমাধ্যমের সামনে অর্জুন সিং বললেন, "এতজন জনপ্রতিনিধি আছে আমাদের দলে। এরপর যদি মানুষকে নিরাপত্তা দিতে আমরা না পারি তাহলে ইস্তফা দিয়ে দেওয়া উচিত আমাদের। এই রাজ্যে কোন গণতন্ত্র নেই চারিদিকে সন্ত্রাস চলছে।"