ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে?' টুইট করে বঙ্গ বিজেপিকে কটাক্ষ তথাগতর
পুরনির্বাচনে বিপর্যয় নিয়ে আজ ‘চিন্তন বৈঠক’ ডেকেছে বঙ্গ বিজেপি
ফের বিস্ফোরক বর্ষিয়ান বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। এবার পুরভোটে (West Bengal Municipal election) বিজেপির ফলাফল নিয়ে আবারও টুইটারে সরব হতে দেখা গেল তাঁকে। ‘ফাটা টিমে আর তা দিয়ে কি ফল পাবে?’ এমন শব্দ ব্যবহার করে কটাক্ষ করতে শোনা গেল ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপালকে।
গতকাল সন্ধ্যাবেলায় একটি টুইট করেন তথাগত। টুইটটিতে বঙ্গ বিজেপিকে কার্যত এক হাত নিয়ে তিনি লেখেন, ‘বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া! এখন হচ্ছে চিন্তন বৈঠক? সুধীন দত্তের ‘উটপাখি’ কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, “ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে”?’
তথাগতর টুইটটিতে মিশ্র প্রতিক্রিয়া দেন টুইটার ব্যবহারকারীরা,যার মধ্যে নিন্দাজনক প্রতিক্রিয়াই বেশি ছিল। যদিও সেগুলির উত্তরে গতকাল রাত্রে তথাগত ফের টুইট করে বলেন, ‘আপনাদের মন্তব্যের জবাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমার নেই। তবু দিচ্ছি, কারণ আপনারা সবাই স্পষ্টতই বিজেপির বিপর্যয় ব্যথিত। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির পরিচালকরা বিজেপির পিছন থেকে ছুরি মেরেছে এবং নিজেরা টাকা ও নারী নিয়ে মজা লুটেছে। বিশ্বাস করা-না করা আপনার ইচ্ছা।’
উল্লেখ্য, এবারের পুরভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বাংলায় তাদের অস্তিত্ব প্রায় বিপন্ন হওয়ার পথে। রাজ্যের ১০৮ টি পুরসভার মধ্যে একটিতেও জয়ের মুখ দেখেনি ভারতীয় জনতা পার্টি, যেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে এবং ২০২১ বিধানসভা নির্বাচনে ২৯৪ টি আসনের মধ্যে ৭৭ টি আসন পেয়েছিল তারা।’ আর পুরভোটে বিজেপির ফলাফল এরপরে আজ জাতীয় গ্রন্থাগারে ‘চিন্তন বৈঠক’ ডেকেছে বিজেপি। সেই ‘চিন্তন বৈঠক’ নিয়েই এহেন টুইট তথাগতর। প্রসঙ্গত দিনকে দিন বিক্ষুব্ধ সংখ্যা বাড়ছে বঙ্গ বিজেপিতে। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির আরেক তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)। আজকের চিন্তন বৈঠকে উপস্থিত থাকবেন তিনিও। তার আগেই তিনি জানিয়েছেন, ‘আত্মবিশ্লেষণ করার জন্যই হবে এই বৈঠক, পরস্পরের সমালোচনা করার জন্য নয়।’