দুই কেন্দ্রে প্রার্থীবদল সহ আরো তেরোটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির
গাইঘাটা থেকে প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর
রাজ্যে আরও তেরোটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। একইসাথে বদলানো হল দুই কেন্দ্রের ঘোষিত প্রার্থীদের। চৌরঙ্গী থেকে বিজেপিতে দাঁড়ানোর টিকিট পেয়েও যোগদানে অসম্মত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র। ওই কেন্দ্রের নতুন প্রার্থী করা হল দেবব্রত মাঝিকে। অন্যদিকে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহাকে সরিয়ে প্রার্থী করা হল শিবাজি সিংহরায়কে। গাইঘাটায় মতুয়া মহাসঙ্ঘের অন্যতম সদস্য তথা শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরের সাথে বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকেই ওই আসনে প্রার্থী করা হয়েছে। অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে সরিয়ে প্রার্থী করা হয়েছে বালুরঘাটে।
একনজরে দেখে নেওয়া যাক কোথায় কোন ১৩ আসনে কে কে বিজেপি প্রার্থী :
দার্জিলিং : নীরজ জিম্মা
কালিম্পং : ড. সুভা প্রধান
কার্শিয়াং : বিষ্ণুপ্রসাদ শর্মা
করণদীঘি : সুভাষ সিনহা
ইটাহার : অমিত কুমার কুন্ডু
বালুরঘাট : অশোক লাহিড়ী
বাগদা : বিশ্বজিৎ দাস
বনগাঁ উত্তর : অশোক কীর্তনীয়া
গাইঘাটা : সুব্রত ঠাকুর
রাসবিহারী : লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা
চৌরঙ্গী : দেবব্রত মঝি
কাশীপুর-বেলগাছিয়া : শিবাজি সিংহরায়
বহরমপুর : সুব্রত মৈত্র