সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে বিজেপি এবং আরএসএস নামাচ্ছে পীরজাদাদের, বিস্ফোরক ত্বহা সিদ্দিকী
১০০ জন পীরজাদা যদি দল ঘোষণা করে তাহলেও বাংলা সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবেনা। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে, হুংকার ত্বহার
বাংলা সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর জন্য বিজেপি এবং আরএসএস কোটি কোটি টাকা খরচ করে পীরজাদা দের ভোটে নামাচ্ছে। এরকমই বিস্ফোরক অভিযোগ করলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। ভাইপো আব্বাসউদ্দিনের নতুন দল ঘোষণার পরে তিনি এই নতুন ঘোষণা করলেন। ফুরফুরা শরীফের পীরজাদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাদা জামা আর ভেতরে গেরুয়া পরে দুর্নীতি মুক্ত হওয়া যায় না। ১০০ জন পীরজাদা যদি দল ঘোষণা করে তাহলেও বাংলা সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবেনা। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে।
হুগলির ফুরফুরা শরীফের আব্বাস উদ্দিন এবং আসাদউদ্দিন ওয়াইসির বৈঠক নিয়ে তিনি কটাক্ষ করেছেন। আব্বাসউদ্দীন জানিয়ে দিয়েছিলেন বিধানসভা ভোটের আগে নতুন দল গড়তে চলেছেন তিনি। সব অপেক্ষা শেষ করে এদিন আত্মপ্রকাশ করলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই ফ্রন্টে মিমের যোগ দেওয়ার সম্ভাবনা উস্কে দিয়েছেন পীরজাদা ত্বহা সিদ্দিকীর ভাইপো আব্বাস। এইসব এরপর যদি আসাদউদ্দিন ওয়াইসির দল প্রার্থী দেয়, তাহলে বিপাকে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে আব্বাস উদ্দিন জানিয়ে দিয়েছেন,' কে বলছে, মিম বিজেপি দল? যে দল আসবে তাকে নিজের মনে করে পথ চলব।"