বাঁকুড়ার হাসপাতালের রান্নাঘরে আগুন, তিনতলা থেকে ঝাপ রাঁধুনির
বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন হাসপাতালে এমন ঘটনা ঘটেছে
ফের অগ্নিকান্ডের ঘটনা হাসপাতালে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের একটি বেসরকারি হাসপাতালের রান্নাঘরে আগুন লাগে শুক্রবার সকালে। বলা বাহুল্য, নিমিষে আতঙ্ক ছড়ায় গোটা হাসপাতালে। হুড়োহুড়ি পড়ে যায় তৎক্ষণাৎ। এমনকি ভয়ে তিনতলা থেকে ঝাঁপ দেন হাসপাতালের রাঁধুনি।
জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন হাসপাতালটির তিনতলায় রয়েছে রান্নাঘর। রোগীদের জন্য খাবার তৈরির দায়িত্বে রয়েছেন এক মহিলা রাঁধুনি। সেইমতো আজ সকালেও খাবার তৈরি করছিলেন তিনি। আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ছড়িয়ে যায় রান্নাঘর জুড়ে। আতঙ্কের চোটে রান্নাঘর থেকে বেড়িয়ে একছুটে তিনতলা থেকে ঝাঁপ দেন মহিলা। ক্যামেরাবন্দী হয়েছে সেই মুহূর্ত।
যদিও খুব বেশি আঘাত লাগেনি তার। নীচে থাকা লোকজন তাকে ধরে ফেলে। এদিকে আগুন ছড়াতেই বেড ছেড়ে বাইরে বেরিয়ে আসেন রোগী এবং রোগীর আত্মীয়স্বজনরা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। দমকলের একটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। বলা বাহুল্য, ঘটনার জেরে দারুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।