বিরসা মুন্ডা মূর্তি বিতর্ক: বাঁকুড়ার সভা থেকে বিজেপি তৃণমূলকে কটাক্ষ সূর্যকান্ত মিশ্রের
সূর্যকে পাল্টা দিলেন তৃণমূল-বিজেপি নেতারা
রাজ্য রাজনীতি এখন সরগরম বিরসা মুন্ডা মূর্তি বিতর্কে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া গিয়ে যে মূর্তিতে সম্মান জানাতে যান সেটি আদতে বিরসা মুন্ডার মূর্তি ছিলো না। অমিত শাহ-রা বাঁকুড়া ছাড়ার পরেই তৃণমূল নেতৃত্ব সেখানের আদিবাসীদের নিয়ে মূর্তি লাগোয়া অঞ্চলে দুধ গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করেন। তৃণমূল জানায় তারা বিরসার ত্রিশ ফুটের মূর্তি তৈরি করবে।
মূর্তি ঘিরে তৃণমূল বিজেপি তরজার মধ্যে এই প্রসঙ্গে মুখ খুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুক্রবার বাঁকুড়ার সভামঞ্চ থেকে বললেন, “বিরসা মুন্ডাকে নিয়ে না জেনেই বিজেপি কেন সেই নিয়ে চর্চা করছে কে জানে! ওরা এসব কবে শিখলো? আর তৃণমূল মূর্তি বানানো নিয়ে অতো কথা বলছে— ওরা ক্ষমতা ছাড়া হলে ওদের মূর্তি কে বানাবে ওরা সেই নিয়ে ভাবুক বরং।”
ধর্মঘট সমর্থনে করা সিপিআইএমের সভামঞ্চ থেকে সূর্যকান্তের করা এই মন্তব্যের পর চুপ নেই তৃণমূল এবং বিজেপিও। বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “সূর্যকান্ত বাবুরা এখন রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক। ওদের কথায় কিছু যায় আসে না।” বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, “ওঁরা যদি এতই জ্ঞানী হন তাহলে রাজ্যের ক্ষমতা হারালেন কেন?”