খুশির হাওয়া ডুয়ার্সে

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 15/12/2020   শেষ আপডেট: 04/04/2021 6:04 a.m.
Bajaj V - YouTube

‘অ্যাম্বুল্যান্স দাদা’কে নিয়ে তৈরি হবে ফিল্ম

এবার ফিল্ম তৈরি হতে চলেছে পদ্মশ্রী করিমুল হকের অসামান্য জীবন নিয়ে, এলাকায় যিনি সকলের প্রিয় ‘অ্যাম্বুল্যান্স দাদা’৷

জলপাইগুড়ির প্রত্যন্ত গ্রাম রাজাডাঙার মানুষ করিমুল৷ হাসপাতাল বহু দূরে হওয়ায় অসুস্থ মাকে সময় মতো ভর্তি করতে পারেননি৷ চিকিৎসা না পেয়ে মারা যান মা৷ চোখের জল মুছে চা বাগানের এই কর্মীটি প্রতিজ্ঞা করেন, গ্রামের আর কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবেন না৷ একটা মোটরসাইকেল কিনে সেটাকেই অ্যাম্বুল্যান্স বানিয়েছিলেন৷ সেই থেকে গ্রামের অসুস্থ মানুষ, কিংবা সন্তানসম্ভবা মা– কাউকেই আর দুশ্চিন্তা করতে হয়নি৷ প্রয়োজন হলেই নিজের বাইক-অ্যাম্বুল্যান্সে তাঁদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন করিমুল, সম্পূর্ণ নিখরচায়৷

ধীরে ধীরে এলাকায় ছড়িয়ে পড়ে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের নাম৷ ২০১৭ সালে পদ্মশ্রী সম্মানও পান তিনি৷ এবার তৈরি হবে তাঁর ‘বায়োপিক’৷ এগিয়ে এসেছেন মুম্বইয়ের এক প্রযোজক৷ শুক্রবার তাঁর সঙ্গে চুক্তিও হয়েছে করিমুলের৷ ফিল্মটি পরিচালনা করবেন বিনয় মুদগিল৷

খবর শুনে করিমুলের পরিবার, গ্রামের মানুষজনই শুধু নয়, খুশি গোটা ডুয়ার্স৷ করিমুল জানিয়েছেন, তিনি চান, এই ছবির মধ্যে দিয়ে মানুষের কাছে যেন একটা ভাল বার্তা যায়৷ চান, মানুষ যেন মানুষের বিপদে এগিয়ে আসে৷

করিমুল হকের এই বায়োপিক আগামী দিনে আরও অনেক ‘অ্যাম্বুল্যান্স দাদা’ তৈরি করতে সাহায্য করবে, এটাই আশা৷