বহরমপুরে প্রভিডেন্ট ফান্ডের অফিসে খোঁজ মিলল দালাল চক্রের
এখনো পর্যন্ত একজন কে গ্রেপ্তার করা হয়েছে
মুর্শিদাবাদের বহরমপুরে প্রভিডেন্ট ফান্ডের অফিসে দুর্নীতির অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরে৷ কোনও দালাল চক্র সক্রিয় রয়েছে বলে সন্দেহ ছিল পুলিশের৷ এবার ধরা পড়লেন এক ব্যক্তি৷
আরও পড়ুন
সম্প্রতি দেবীপুরের জাহির হোসেন নামে এক ব্যক্তি বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়েছিলেন৷ অনলাইনে আবেদন করেন তিনি৷ প্রভিডেন্ট ফান্ড অফিস থেকে তাঁকে বলা হয়, আবেদনপত্রে ভুল আছে৷ টাকা পেতে গেলে ১৫০০ টাকা দিতে হবে৷ কী ভুল রয়েছে বারবার জানতে চান জাহির৷ উত্তরে তাঁকে হুমকির মুখে পড়তে হয়, বলা হয় টাকা না দিলে ফাইল আটকে দেওয়া হবে৷ এরপর পুলিশের কাছে যান জাহির৷ তাঁর অনুমান, প্রভিডেন্ট ফান্ড দপ্তরের কর্মীরাই জড়িত এই ঘটনায়৷
অভিযোগ পেয়ে পুলিশ সুতির ব্যাঙডুবি মোড় এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে৷ পিছনে কোনও চক্র রয়েছে কিনা– খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে৷