বাংলার মুকুটে নতুন পালক, আরো দুটি নতুন বিভাগের স্কচ পুরস্কার জিতল বাংলা
দুটি বড় বিভাগে সোনা জিতেছে পশ্চিমবঙ্গ
ফের একবার সাফল্যের শিখরে পশ্চিমবঙ্গ। বাংলার মুকুটে জুড়লো নতুন পালক। বাংলা সরকারি পরিষেবার জন্য আরও দুটি বিভাগের স্কচ পুরস্কার জিতে নিল পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গ পরিবহন নিগম এবং বিধাননগর পুরনিগমের জন্য সম্প্রতি স্কচ পুরস্কার জয় করল বাংলা। পশ্চিমবঙ্গের জন্য অবশ্যই এই দিনটি অত্যন্ত স্মরণীয়। দিন কয়েক আগে একাধিক বিভাগের স্কচ পুরস্কার জিতে নিয়েছিল পশ্চিমবঙ্গ যার মধ্যে ছিল, শিল্প সাথী, গ্রামাঞ্চলে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু করার প্রক্রিয়া, ই নথি করন এবং বন বিভাগ পরিষেবা। দিন কয়েক আগে এই সমস্ত বিভাগে দুর্দান্ত পরিষেবা দেওয়ার কারণে বাংলার মুকুটে যুক্ত হয়েছিল চারটি স্কচ পুরস্কার। এবার এই তালিকায় যুক্ত হলো আরো দুটি।
দিন কয়েক আগে একাধিক বিভাগের স্কচ পুরস্কার জিতে নিয়েছিল পশ্চিমবঙ্গ। এবারে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম ওরফে এসবিএসটিসি এর ঝুলিতে এসেছে স্কচ বিভাগের সোনা। রাজ্য সরকারের এই পরিবহন নিগম তাদের ভিশন ২০২৫ এর জন্য জিতে নিয়েছে এই সম্মান। এস বি এস টি সি লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী চার বছরের মধ্যে তাদের সমস্ত টিকিট বিক্রি এবং টাকার আদান-প্রদান অনলাইনে শুরু করবে তারা। এছাড়াও আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস এবং জাতীয় পরিষেবার মান বাড়ানোর জন্য একাধিক লক্ষ্যমাত্রা নিয়েছে এস বি এস টি সি।
অন্যদিকে করোনা মোকাবিলায় কোমর বেঁধে লড়াই করেছে বিধান নগর পুরনিগম এবং এই কারণে আরও একটি বিভাগে সোনা জিতে নিয়েছে রাজ্য সরকার। করোনাভাইরাস সামলানোর জন্য বিধান নগর পুরনিগম যেভাবে কাজ করেছে এবং যেভাবে কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করেছে তা অত্যন্ত প্রশংসার যোগ্য। কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা থেকে শুরু করে স্থানীয় লকডাউন, বিভিন্ন জরুরী পরিষেবা প্রদান করা থেকে শুরু করে বাসিন্দাদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, সব দিকেই বিধাননগর পুরনিগমের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। তাই তাদের ভূমিকা কে কুর্নিশ জানিয়ে এই বিভাগে তাদের হাতে সোনা তুলে দিয়েছে স্কচ সংগঠন। এর আগে রাজ্যের হাতে বেশকিছু স্কচ পুরস্কার ছিল। চলতি বছরের আগস্ট মাসে জাতীয় স্তরে সম্মানিত হয়েছিল বাংলা। যেখানে রাজ্যের মুকুটে যুক্ত হয়েছিল চারটি আওয়ার্ড।তার মধ্যে একটি প্লাটিনাম, একটি গোল্ড এবং দুটি সিলভার অ্যাওয়ার্ড ছিল। শনিবার শিক্ষা দপ্তর আরো দুটি গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। তারপরে এই দুটি স্কচ পুরস্কার। অর্থাৎ বিগত কয়েক দিনের মধ্যে স্কচ সংগঠনের কাছে অত্যন্ত প্রশংসার যোগ্য একটি রাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।