'সোনার বাংলা' কর্মসূচিতে নামবে বঙ্গ-বিজেপি

news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/12/2020   শেষ আপডেট: 31/12/2020 1:15 p.m.
 swapan dasgupta mp
By Dss1991 - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=78650096

২রা জানুয়ারি থেকেই কাজ শুরু

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কখনো শাসক কখনো বিরোধী, প্রতি মুহূর্তেই চমক দিচ্ছে রাজ্য রাজনীতি। রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচির পাল্টা বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচি আর এবার তৃণমূলের পাড়ায় পাড়ায় সমাধান অভিমানের জবাবে বিজেপির 'সোনার বাংলা' কর্মসূচির সিদ্ধান্ত প্রকাশ্যে এল।

বিজেপির রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তের মতে এই কর্মসূচিতে জানুয়ারির ২ তারিখ থেকে জনসংযোগের জন্য বাংলার ২৯৪ টি কেন্দ্রে পৌঁছে যাবেন বিজেপি নেতাকর্মীরা। সারা বাংলা জুড়ে ৪০ টি দলে বিভক্ত হয়ে মুখ্যত দশটি বিষয় নিয়ে জনসচেতনতা বাড়াতে এই কর্মদ্যোগ শুরু হবে। বিক্ষোভের সুরে বলেন বাংলায় গত পঞ্চাশ বছর ধরে কোনো জনকল্যাণমূলক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গৃহীত হয়নি এবং আদর্শবিচ্যুত। তাই তা ফিরিয়ে আনতেই মূলত দারিদ্র্য, কৃষক উন্নয়ন, সুশাসন, অর্থনীতি, পরিকাঠামো, যুবাদের কর্মসংস্থান, নারী নিরাপত্তা, শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ এই দশটি উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ময়দানে নামবেন তাঁরা। 'ব্র্যান্ডেড বুদ্ধিজীবী' নয়, 'সুশীল সমাজ' থেকে আসা 'নীরব ভোটারদের' ওপর আস্থা রাখছেন স্বপন দাশগুপ্তরা।