আজ থেকে ফের খুলল বেলুড় মঠ, সঙ্গে তারকেশ্বর মন্দিরে গর্ভগৃহে প্রবেশের অনুমতি পেল দর্শনার্থীরা
১৯২ দিন পর দর্শনার্থীদের জন্য ফের খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা
গত বছরের মার্চ মাসে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্যের সমস্ত ধর্মস্থান লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আনলক প্রক্রিয়া চালু হলেও সংক্রমণ ঠেকাতে অনেক মন্দির কর্তৃপক্ষ মন্দির না খোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চলতি বছরের শুরুতে জোরকদমে চলছে টিকাকরণের প্রক্রিয়া। এছাড়াও করোনার ভ্রুকুটি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবার ১৯২ দিন পর আবার দর্শনার্থীদের জন্য খুলে যাবে বেলুড় মঠ। তবে এখন বেলুড়মঠে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এবার থেকে সকালে সাড়ে ৮ টা থেকে ১১ টা ও বিকেলে ৩ টে থেকে ৫ টা অব্দি মন্দির খোলা থাকবে। এছাড়াও এখন মন্দিরে প্রবেশ করতে গেলে কোভিড প্রটোকল মেনে চলা বাধ্যতামূলক। এখন থেকে মূল মন্দিরে বসে ধ্যান করা যাবে না বা আরতি দর্শন হবে না। আপাতত বন্ধ থাকছে প্রসাদ বিতরণ। সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে সন্ন্যাসী মহারাজ এর পায়ে হাত দিয়ে প্রণাম করা বা মন্দিরে প্রবেশ করে ধূপ ও মোমবাতি প্রজ্জ্বলিত করা যাবে না। মন্দিরে প্রবেশ করতে গেলে মাস্ক বাধ্যতামূলক।
অন্যদিকে বেলুড়মঠে সাথে সাথে শিব চতুর্দশীর মাসখানেক আগে আজ বুধবার থেকে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে। আনলক প্রক্রিয়া চালুর সময় থেকে তারকেশ্বর মন্দির খোলা থাকলেও মায়ের গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি ছিল না। তবে আজ থেকে পুণ্যার্থীরা ফুল, বেলপাতা ও জল নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে। একবারে ২০ জন করে গর্ভগৃহে প্রবেশ করানো হবে।