মা সারদার জন্মতিথিতেও এবার খুলবে না বেলুড় মঠের দরজা
করোনা আবহে সতর্কতা রামকৃষ্ণ মিশনের
কল্পতরু উৎসবেও বন্ধই ছিল দরজা, এবার মা সারদার জন্মতিথি ৫ জানুয়ারিতেও বেলুড় মঠে প্রবেশাধিকার থাকবে না সাধারণ মানুষের৷
রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ জানিয়েছেন, বয়োবৃদ্ধ সন্ন্যাসীদের কেউ যাতে করোনায় আক্রান্ত না হন, সেই জন্যই এইসিদ্ধান্ত৷ যদিও যথাযোগ্য মর্যাদাতেই মঠে ওইদিন পালন করা হবে সারদা মায়েরজন্মোৎসব৷
জানা গেছে, এবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দসভাগৃহে অল্পসংখ্যক অতিথি ও আলোচকের উপস্থিতিতে পালন করা হবে ৩৭তম যুবউৎসব৷ সেদিনও বেলুড় মঠে ঢুকতে পারবেন না সাধারণ মানুষ৷ তবে ইউটিউব ওদূরদর্শনে যুব উৎসব সম্প্রচার করা হবে৷
লকডাউনের সময় থেকেই সাধারণের জন্য বন্ধ রয়েছে বেলুড় মঠ৷ মাঝে দিনকয়েকেরজন্য খোলা হলেও গত ২ আগস্ট থেকে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে৷ কবে আবারমঠ খুলবে তা ঠিক করতে আগামী ২০ জানুয়ারি বৈঠক হবে বলে জানিয়েছেন স্বামীদিব্যানন্দ৷