শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শুনতে হত গালিগালাজ, প্রতিবাদ করায় মিলল মার!
শারীরিক প্রতিবন্ধী কিশোর এবং তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে, ঘটনা হাওড়ার
ছোট থেকেই একটি হাত ছোট, অন্যটি অপেক্ষাকৃত বড়। এই নিয়েই প্রতিনিয়ত পাড়ার কিছু ছেলে তাকে উত্যক্ত করত। বাচ্চাদের ব্যাপারে সেভাবে নাক গলাত না ওই কিশোরের পরিবার। বর্তমানে ওই কিশোরের বয়স ১২ । সূত্রের খবর, বাড়ির বাইরে যেতেই তাকে গালিগালাজ করে একদল যুবক। অভিযোগ, প্রতিবাদ করায় শারীরিক প্রতিবন্ধী ওই যুবককে মারধর করে স্থানীয় যুবক।
ঘটনাটি হাওড়ার (Howrah) বাঁকড়ার নিউ মণ্ডল পাড়ার। সূত্রের খবর, লাগাতার উত্যক্ত করা হত ওই প্রতিবন্ধী কিশোরকে। পরিবারের অভিযোগ, যখনই ওই কিশোর রাস্তায় বের হয়, তখন এলাকার কয়েকজন যুবক নানানভাবে তাকে উত্যক্ত করে। গালিগালাজ করার পাশাপাশি তাকে প্রায়ই মারধরও করা হয় বলেও অভিযোগ পরিবারের তরফে।
তবে গতকাল রাতে তা চরমে পৌঁছায়। বাড়ি থেকে বেরোতেই চলে গালিগালাজ। সেই সময় কিশোর প্রতিবাদ করে। এরপরই তাকে বেধড়ক মারধর করা হয়। পরিবারের আরও অভিযোগ, কিশোরের পরিবার যখন তাকে উদ্ধার করতে যায় তখন দুষ্কৃতীরা তার বাবা-মা, পিসি এবং দাদু ঠাকুমাকেও মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ইতিমধ্যেই আক্রান্তের পরিবার লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে বাঁকড়া ফাঁড়িতে।