নিমতিতা বিষ্ফোরণে গ্রেফতার এক বাংলাদেশী, জামাত-যোগ উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা
ধৃত বাংলাদেশী ব্যক্তি ওই স্টেশনেরই হকার
নিমতিতা বিষ্ফোরণ কান্ডে উঠে এল চাঞ্চল্যকর সূত্র। শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ কনভয়ের সুরক্ষাবলয়ের সদস্যদের দিকে লক্ষ্য করে নিমতিতা স্টেশনে বোমাবাজির অভিযোগে ইতিমধ্যেই বাংলাদেশী জঙ্গি সংগঠনকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। আর এবার বিষ্ফোরণকান্ডে দায়ী এক বাংলাদেশীকেই পাকড়াও করা হল। বিগত বেশ কয়েক মাস যাবত ওই স্টেশনেই হকারি করা নাসিম নামে এক বাংলাদেশী ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
স্টেশনে অবাধ যাতায়াতের কারণে নিরাপত্তার বিষয়ে ভালই অবগত ছিল নাসিম। এই মুহূর্তে সিআইডির হেফাজতে রেখে জেরা করা হচ্ছে নাসিমকে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই শনাক্ত করেছেন যে ওই বিষ্ফোরণে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইইডি ও অ্যান্টি হ্যান্ডিং যন্ত্র ব্যবহার করা হয়েছিল। আর এগুলো প্রধানত জামাত-ই-মুজাহিদিন নামক বাংলাদেশী জঙ্গি সংগঠনই ব্যবহার করে থাকে, তাই জামাত-যোগ উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। অন্যদিকে গত ১৭ ই ফেব্রুয়ারি আহত মন্ত্রী জাকির হোসেন ও তার দেহরক্ষীরা এখনো এসএসকেএমে চিকিৎসাধীন।