মাসিক ২১,০০০ টাকা বেতন সহ দিতে হবে বোনাস ও পেনশন : জলপাইগুড়িতে বিক্ষোভ আশা কর্মীদের
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন বিক্ষোভকারীরা
বিধানসভা নির্বাচনের আগে কখনো পার্শ্বশিক্ষকদের আন্দোলন, কখনো আবার বাস-মালিক, কর্মীদের বিক্ষোভ, রাজ্য সরকারের কাছে দাবিদাওয়া নিয়ে নানা সময়ে আন্দোলন করেছে একাধিক গোষ্ঠী। এবার বিক্ষোভ দেখালেন আশা-আইসিডিএস কর্মীরা। জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে নানা দাবিদাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিক্ষোভকারীরা। মাসিক একুশ হাজার টাকা বেতন সহ দিতে হবে বোনাস ও মাসিক দশ হাজার টাকা পেনশন, না মানলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন, জানান কর্মীরা। একইসাথে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বাজেটে কেন তারা ব্রাত্য, জবাবদিহি করতে হবে সেটিও।
গতদিন জলপাইগুড়ির সমাজপাড়ায় জড়ো হয়ে সেখান থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত আন্দোলন করেন আশা-আইসিডিএস কর্মীরা। বেতন বৃদ্ধি, বোনাস সহ আরও দাবিদাওয়া নিয়ে স্বারকলিপি জমা দেন তারা। আন্দোলন আটকাতে পুলিশের সাথে চলে ধাক্কাধাক্কিও। আশা ইউনিয়নের জেলা সেক্রেটারি চুমকি দাস জানান, "আগেও আমরা আমাদের দাবি–দাওয়া নিয়ে অনেকদিন থেকেই সরব হয়েছি। আইন অমান্য আন্দোলন করেছি। কিন্তু তারপরেও আমাদের দাবি সরকারের কানে পৌঁছায়নি।" একইসঙ্গে কোভিড ওয়ারিয়র বিভাগের আশা কর্মীরাও পাননি ঠিকমতো বেতন, অভিযোগ চুমকি দাসের।