আশা-নিরাশার দোলায় টেট-উত্তীর্ণরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/11/2020   শেষ আপডেট: 13/11/2020 10:15 p.m.

এখনও উত্তর নেই অনেক প্রশ্নের

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির্ মধ্যে সাড়ে ১৬ হাজার শূন্যপদে টেট-উত্তীর্ণদের নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন চাকরিপ্রার্থীরা৷ কিন্তু বেশ কয়েকটি প্রশ্নের স্পষ্ট উত্তর না মেলায় তাঁদের ধন্ধ কাটছে না৷

চাকরিপ্রার্থীদের একটি অংশের বক্তব্য, প্রাইমারি না আপার-প্রাইমারি কোথায় নিয়োগ হবে তা স্পষ্ট বলা হচ্ছে না৷ আপার-প্রাইমারি স্কুলের চাকরিপ্রার্থীরা জানালেন, এক বছর আগে আপার-প্রাইমারিতে সাড়ে ১৪ হাজার শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়৷ ওই পদে ইন্টারভিউয়ের পর্বও শেষ৷ অথচ সরকার সাড়ে ১৬ হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করেছে৷ ফলে ধন্ধে রয়েছেন তাঁরা৷ নীরব সরকারি শিক্ষাদপ্তরও৷

টেট-উত্তীর্ণদের সংগঠনগুলি জানিয়েছে, এ বিষয়ে আদালতে এখনও দু’হাজারের মতো মামলা ঝুলছে৷ এই অবস্থায় নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক৷ স্পষ্ট ভাবে পুরো বিষয়টি জানতে একটি সংগঠনের প্রতিনিধিরা বিকাশ ভবনের যাওয়ার পরিকল্পনা করেছেন৷ অনেকের আবার সংশয়, আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এ কোনও ভুয়ো ঘোষণা নয় তো!