পতাকা উত্তোলন করতে গিয়েই বিপত্তি, মৃত্যু হল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/08/2022   শেষ আপডেট: 15/08/2022 9:14 p.m.

ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায়

'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে যোগ দিতেই বিপত্তি।স্বাধীনতা দিবসে (Independence Day) বাড়ির ছাদে পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় কার্যত শোকের ছায়া। মৃত ছাত্রের নাম সৌমিত্র দত্ত (বয়স ২০)। ওড়িশার একটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছিলেন সৌমিক।

ছুটিতে দিন কয়েক আগেই আসানসোলের (Asansol) বাড়িতে ফিরেছিলেন সৌমিত্র। ছাদে আজ পতাকা উত্তোলন করতে উঠেছিলেন সৌমিত্র। ছাদে বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়েছিল, তা নজর করেননি সৌমিক।

পতাকার লোহার রড বিদ্যুতবাহী তারে স্পর্শ করাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন সৌমিক। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে সৌমিকের। তরতাজা ছেলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার।