১৭ বা ১৮-য় উত্তরবঙ্গ সফরে আসছেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/10/2020   শেষ আপডেট: 14/10/2020 4:04 a.m.
twitter@AmitShah

পুজো পরবর্তী নির্বাচনী পরিকল্পনা করার জন্যই সফর

রাজ্যে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু সরকারি কারণে নয়। রাজ্যে বিজেপি নেতৃত্বদের সাথে বৈঠক করবেন তিনি। এখনও সঠিক তারিখ জানা না গেলেও ১৭ কিংবা ১৮ অক্টোবর তিনি আসছেন এমন আভাস পাওয়া যাচ্ছে।

পশ্চিমবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই বৈঠক করবেন তিনি। শিলিগুড়িতে ওই বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। করোনা কারণে জমায়েত চাইছে না বিজেপি। তাই শুধুই উত্তরবঙ্গের জেলা স্তরের নেতারই থাকবেন ওই বৈঠকে। তার সাথে থাকবেন উত্তরবঙ্গ থেকে যেসব নেতারা বিজেপি রাজ্য কমিটিতে আছেন তাঁরা। সব মিলিয়ে ২০০ জনের একটা একান্ত বৈঠক হতে চলেছে উত্তরবঙ্গে।

পুজোর পরেই বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। তাই পুজোর ঠিক আগে এসে সব পরিকল্পনাটা সেরে নিতে চাইছেন অমিত শাহ। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে টক্কর দিতে ভোটের পরিকল্পনায় অমিত শাহের উপস্থিতির গুরুত্ব জানে রাজ্য বিজেপি। তাই রাজ্য বিজেপি নেতৃত্বরা মুখিয়ে আছেন ওই বৈঠকের জন্য।