বৃহস্পতিবার শাহী সভা ঠাকুরনগরে, অধীর আগ্রহে অপেক্ষমান মতুয়া সম্প্রদায়
তাদের একটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ থেকে সিএএ নিয়ে প্রতিশ্রুতি শোনা।
ডুমুর জলা স্টেডিয়ামের সভায় তিনি ভার্চুয়ালি যোগ দিলেও সশরীরে হাজির থাকতে পারেননি মতুয়াদের কাছে। আর এবারে জানুয়ারি মাসের দিল্লিতে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তের বাতিল সফরের কারণে ঠাকুরনগরের সভা বাতিল হয়ে গিয়েছিল। যার ফলে হতাশ হয়েছিলেন মতুয়ারা। তবে এবার বৃহস্পতিবার বাংলায় আবারো আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে এবারে তিনি ঠাকুরনগর এর জনসভা এবং কুচবিহারের বিজেপির পরিবর্তন রথ যাত্রার সূচনা করবেন। গত লোকসভা নির্বাচনে মতুয়াদের মতোই রাজবংশী সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট গিয়েছিল গেরুয়া শিবিরের কাছে। তাই এবারে একই দিনে ঠাকুরনগর এবং কোচবিহারে জনসভা করে এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনাতে আছেন অমিত শাহ।
কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের জনসভার দিন সিএএ নিয়ে তিনি কিবা তাদের সেই দিকে তাকিয়ে ছিল অনেকে। কিন্তু দিল্লির ইজরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে রাতে খবর এলো তিনি আসছেন না। ফলে মতুয়া সম্প্রদায়ের মানুষ তুমুল বিক্ষোভ প্রদর্শন করলেন। সেই বিক্ষোভ সামাল দেওয়ার জন্য মাঠে নামলেন মুকুল রায়। সেই ঘটনার দশ দিন পরে বৃহস্পতিবার অসাম হয়ে বাংলায় আসছেন অমিত শাহ। শাহী সভা হতে চলেছে, তাই প্রস্তুতি চলছে একেবারে জোরদার। বিভিন্ন জায়গা থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা ঠাকুরনগরে জড়ো হতে শুরু করেছেন। তাদের একটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ থেকে সিএএ নিয়ে প্রতিশ্রুতি শোনা।