দিল্লি এবং সারাদেশে অক্সিজেনের পরিস্থিতি খতিয়ে দেখলেন অমিত শাহ
অক্সিজেন নিয়ে এবার ভারত সরকারের তরফে দিল্লি হাইকোর্টের আদেশের পক্ষে সাওয়াল করা হলো
দিল্লি এবং দেশের অন্যান্য হাসপাতালে অক্সিজেনের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এই কারণে ভারত সরকারের তরফ থেকে এবারে দিল্লি হাইকোর্টের রায়ের পক্ষে সওয়াল করা হলো। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি তারা দিল্লি হাইকোর্টের আদেশ না মেনে চলে তাহলে তারা আদালতের অবজ্ঞা করবে এবং সেই রাজ্যের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনী জনসভা সেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতি এবং অক্সিজেনের অবস্থা নিয়ে বৈঠক করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেকটি রাজ্যকে জেলার নাম উল্লেখ করে তাদের রাজ্যের প্রতিটি অক্সিজেন প্লান্টের একটি তালিকা প্রকাশ করতে হবে। তার পাশাপাশি, যে সমস্ত প্ল্যান্ট বন্ধ হয়ে গিয়েছে সেগুলিকে যত সম্ভব তাড়াতাড়ি খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছিল, ২১ এপ্রিলের আদেশ অনুসারে দিল্লিতে সমস্ত প্ল্যান্ট থেকে অক্সিজেন পাঠাতে হবে। সেখানে জানানো হয়েছিল দিল্লিতে যত তাড়াতাড়ি সম্ভব ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে।
যদিও হাইকোর্ট জানিয়েছে, এখনো পর্যন্ত শুধুমাত্র ২০০-২৫০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছেছে দিল্লিতে। দিল্লি উচ্চ আদালত জানিয়েছে, ১৪০ মেট্রিক টন অক্সিজেন এয়ার লিকুইড প্ল্যান্টের মাধ্যমে দিল্লিতে আসার কথা ছিল, যেটা অবস্থিত হরিয়ানার পানিপথে। কিন্তু সেখানকার স্থানীয় নেতৃত্ব অক্সিজেন সাপ্লাই আটকে দিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক আদালত কি জানিয়েছে, হরিয়ানা সরকারিভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিতে পারে না। তারপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ওই তালিকা চেয়ে পাঠানো হয় প্রত্যেক রাজ্যের কাছ থেকে।