মনুষত্ব আজ অন্ধকারে
করোনা জয় করে বাড়ি ফেরার পথে ঘটলো আরেক বিপত্তি
অশোকনগর কল্যানগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, হাবরা শ্রীচৈতন্য কলেজের প্রাক্তন লাইব্রেরিয়ান নির্মল কুমার দাস, বয়স ৬৮ বছর যিনি কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ১৭জুলাই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরের দিনই নির্মল বাবুকে কদম্বগাছির করোনা হাসপাতালে ভর্তি করানো হয়। গত শুক্রবার ২৪ তারিখে নির্মল বাবুর ছেলে মলয় দাস হাসপাতালে ফোন করলে, হাসপাতাল থেকে বলা হয়, তার বাবা সুস্থ হয়ে গেছেন ও তাকে আজি ছুটি দিয়ে দেয়া হবে। এই বাড়ি ফেরার পথে ঘটে বিপত্তি। বৃদ্ধের ছেলে মলয় দাস হাসপাতালে সন্ধ্যে ৭ টার সময় ফোন করে জানতে পারেন ইতিমধ্যেই এম্বুলেন্সে তার বাবাকে নিয়ে রওনা হয়ে গেছে। তবে রাত ১০ টার সময় তিনি খবর পান তার বাবা বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে তিন নম্বর রেলগেটের কাছে রাস্তায় পড়ে আছেন। স্থানীয় কাউন্সিলর সঞ্জয় রাহার সাহায্যে মলয় বাবু তার বাবাকে রেলগেটের কাছ থেকে রাত ১২ টার সময় বাড়ি ফিরিয়ে আনেন।
এই ঘটনার ফলে বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। প্রাক্তন কাউন্সিলর ও বৃদ্ধের ছেলে লিখিত ভাবে এম্বুলেন্স চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য আধিকারিক বলেন, খুবই দুর্ভাগ্য জনক ঘটনা এবং অভিযুক্তের কঠোর শাস্তির কথাও তিনি জানান। এমন পরিস্থিতিতে এম্বুলেন্স চালকের এই কর্মকান্ড এক নজির বিহীন ঘটনা।