বাংলায় আসছেন ওয়েসি; লক্ষ্য একুশের ভোট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/12/2020   শেষ আপডেট: 12/12/2020 9:09 p.m.
আসাদউদ্দিন ওয়াইসি – এআইএমআইএমের প্রেসিডেন্ট -facebook

রণকৌশল তৈরি আসাদউদ্দিনের

২০২১ এর বিধানসভা নির্বাচন নিয়ে রণকৌশল তৈরি করে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে পা রাখতে চলেছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েসি। হায়দ্রাবাদে আজ পশ্চিমবঙ্গের AIMIM মুখপাত্রদের সঙ্গে আসাদউদ্দিনের এক বৈঠকে একুশের বিধানসভা ভোটের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে বলে সূত্রের খবর।

ওয়েসির বাংলা সফরের তারিখ এখনও ঠিক হয়নি, তবে ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপি নেতারা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। শাসক তৃণমূল বা বিরোধী বিজেপি কোনো পক্ষই বিশেষ আমল দিতে রাজি নয় AIMIM-কে।

বিজেপি নেতা শমীক ঘোষ বলেছেন বাংলায় আসল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। সেখানে কিছু AIMIM করতে পারবে না। অন্যদিকে তৃণমূল নেতা সৌগত রায়ের মতে, AIMIM থেকে কর্মীরা তৃণমূলে আসছেন, সুতরাং রাজ্যে দাঁত ফোটাতে পারবে না ওয়েসির দল।