২০১৭ সালের টেটেও প্রশ্ন ভুলের অভিযোগ, মামলা উঠল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে
মামলার শুনানি হবে আগামী ২২ জুলাই
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাই পরীক্ষা (টেট) নিয়ে কিছুদিন আগেই জলঘোলা হয়েছিল। মাস পেরোতেই ফের একবার আতসকাঁচের তলায় ২০১৭ সালের টেট প্রশ্নপত্র। অভিযোগ উঠছে, সেই বছরও প্রশ্নপত্রে ভুল ছিল। অভিযোগকারীর মামলা উঠল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক ডিভিশন বেঞ্চে। মামলার শুনানি হবে আগামী ২২ জুলাই।
মামলাকারীর নাম রাজু গাজি। তাঁর অভিযোগ, বাংলা, পরিবেশ বিদ্যা-সহ বিভিন্ন বিষয়ের আটটি প্রশ্ন ভুল রয়েছে। হাইকোর্টের কাছে তাঁর প্রশ্ন, "প্রতিবার ভুল হচ্ছে কীভাবে? এটা কি ইচ্ছাকৃত?" তাঁর দাবি, এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।
মামলাকারীর তরফের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আদালতের কাছে অনুরোধ করেন যে ওই সালের খাতাগুলো পর্যবেক্ষন করতে বিশেষজ্ঞের কাছে পাঠানো হোক। আইনজীবীর কথায়, "এই নিয়ে তিনটি টেট পরীক্ষার প্রশ্নে ভুল প্রকাশ্যে এল। আমরা তদন্তের দাবি জানাচ্ছি।" প্রসঙ্গত, ২০১৫ সালের টেট প্রশ্নে ভুল ছিল বলে কিছুদিন আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে কেস উঠেছিল। সেখানে ২৭৩ জনকে বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল। এর শুনানিতে প্রাইমারি ২৬৯ জনের চাকরি বাতিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে।