অধীরই তবে জোটের তরফে মুখ্যমন্ত্রী মুখ?
নেপাল মাহাতোর ইঙ্গিতপূর্ণ ট্যুইট
একুশের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার রাজনৈতিক চমক বঙ্গ-রাজনীতির অন্দরে। রাজ্য ও কেন্দ্রের নিত্য পরস্পর বিরোধী তরজার মাঝেই এবার কংগ্রেস ও বামফ্রন্টের সিদ্ধান্ত নিয়ে সাড়া পড়েছে রাজনৈতিক মহলে। আজ বৃহস্পতিবার দুপুরে বাম-কংগ্রেস জোটবদ্ধতার কথা ঘোষিত হয়েছে। আর ঠিক তার পরেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে অধীর চৌধুরীকে এগিয়ে রাখার মতো তাৎপর্যপূর্ণ ইঙ্গিতসহ ট্যুইট করেন পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো।
বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন "বামেদের সাথে নির্বাচনী জোটে বৃহস্পতিবার সায় দিয়েছে কংগ্রেস হাইকমান্ড"। ঠিক তার পরেই নেপাল মাহাতো ট্যুইটে "এই জোটের মুখ্যমন্ত্রী মুখ অধীর চৌধুরী মহাশয়" বলে লেখেন যা নিয়ে কার্যত বিতর্ক উঠেছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের একাংশ বিক্ষুব্ধ সুরে জানান এভাবে আগে থেকে জোটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা আদতে জোট গঠনের ধারণার পরিপন্থী ও জোট ভঙ্গ হবার সম্ভাবনা থাকে। বাম শিবির অবশ্য এতে বিশেষ আমল দেয়নি। সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের মতে এ নিয়ে কোনো অফিসিয়াল আলোচনা হয়নি। আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরীর বক্তব্য এটি নিছকই তাঁর ব্যক্তিগত মত প্রকাশ করেছেন নেপাল মাহাতো। ফরোয়ার্ড ব্লক সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান এ বিষয়ে তিনি নন, যা বলার বিমান বসু বলবেন। তবে বাংলার রাজনীতিতে আগামীতে এই জোট কতটা সুদূরপ্রসারী ফল দেয়, এখন সেটাই দেখার।