হুগলির কর্মসূচিতে অনুপস্থিত লকেট, দলবদলের সম্ভাবনা ঘনাচ্ছে অন্দরে
লকেট চ্যাটার্জি উপস্থিত না থাকলেও হুগলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জে পি নাড্ডার বঙ্গ সফরের আগে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি সারছে গেরুয়া শিবির। সেইমতো আজ হুগলিতে আয়োজিত হয়েছিল দুর্নীতির অভিযোগে জেলাশাসকের অফিস অভিযান। তবে এই অভিযানে উপস্থিত ছিলেন না সাংসদ লকেট চ্যাটার্জি। নিজের কেন্দ্রের অভিযানে লকেটের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এরফলেই দুয়ে দুয়ে চার করছেন বিশ্লেষকরা। রাজ্য রাজনীতির সাম্প্রতিক অতীত ঘাঁটলে দেখা যাবে নাম না করে দলের রাজ্য সাধারণ সম্পাদককে খোঁচা দিয়েছিলেন লকেট। আর তখন থেকেই অমিতাভ সুকান্তর সঙ্গে বিরোধের বাতাবরণ তৈরি হয়েছে। তবে কি আজ সুকান্ত রয়েছে বলেই লকেট যোগ দিলেন না দলীয় কর্মসূচিতে?
যদিও লকেট চ্যাটার্জিকে এই বিষয়ে প্রশ্ন করলে সংক্ষেপে জবাব দেন তিনি। বলেন, আসানসোলে তার কর্মসূচি নির্ধারিত। সেইজন্যেই হুগলি কর্মসূচিতে থাকতে পারলেন না তিনি। পাশাপাশি, হুগলির কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতির বিষয়টিও মনে করিয়ে দেন অভিনেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জি।