যুবতীর 'অশ্লীল' ছবি নেটমাধ্যমে ছড়িয়ে 'পুলিশ কিছু করতে পারবে না' হুমকি
অভিযুক্তকে ধরতে চলছে তদন্ত
ছ'মাস আগে ফেসবুকে আলাপ, এরপর যুবতীকে লাগাতার উত্যক্ত, ফোন করে হুমকি এবং 'অশ্লীল' ছবি প্রথমে ওই যুবতীর বন্ধু-বান্ধবদের পাঠানোর পর, নেটমাধ্যমে তা ছড়িয়ে 'ব্ল্যাকমেল' করার অভিযোগ উঠল নদিয়ার এক যুবকের বিরুদ্ধে। এ নিয়ে যুবকের সঙ্গে যোগাযোগ করা হলে, পাল্টা যুবতীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত ওই যুবক। এমনকি পুলিশও কিছু করতে পারবে না বলে হুমকি দেন তিনি।
নবদ্বীপের বাসিন্দা ওই যুবতীর পরিবারের অভিযোগ, মাস ছ’য়েক আগে মেয়ের সঙ্গে অভিযুক্তের ফেসবুকে আলাপ হয়। চলে কথা। কিন্তু কিভাবে এমন ছবি ভাইরাল হল, তা নিয়ে মিলছে না উত্তর।
এই ঘটনার জেরে অবসাদগ্রস্ত হয়ে শেষমেশ শান্তিপুরের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে বাধ্য হয়েই রবিবার নবদ্বীপ থেকে শান্তিপুর থানার দ্বারস্থ হয় যুবতী ও তাঁর পরিবার।
ওই থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি কৃষ্ণনগর সাইবার থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।