WBJEE 2021: মেধাতালিকায় রয়েছে ৯৯.৫ শতাংশ, কি করে করতে হবে কাউন্সেলিং? জেনে নিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/08/2021   শেষ আপডেট: 06/08/2021 4:45 p.m.

১৩ আগস্ট থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে

করোনা (Corona) পরিস্থিতির মাঝে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ড বা WBJEE। মোট জয়েন্ট এন্ট্রান্স (West Bengal Joint Entrance Examination) পরীক্ষায় বসেছিলেন ৬৫ হাজার ১৭০ জন। সেই পরীক্ষার আজ অর্থাৎ শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ফলপ্রকাশ হয়। পরীক্ষার ফলাফল জানা যাবে www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in ওয়েবসাইটে। এবছরের পরীক্ষায় ৯৯.৫ শতাংশ বা ৬৪ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী র‍্যাঙ্ক পেয়েছেন। তাঁরা সকলেই রাজ্যের ১১৫ টি সরকারি ও বেসরকারি কলেজে কোনো না কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। এই পরীক্ষায় প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে, দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সৌমজিৎ দত্ত এবং তৃতীয় স্থানে রয়েছেন শান্তিপুরের ব্রতিন মন্ডল। আগামী ১৩ তারিখ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং ত্রিস্তরীয় কাউন্সিলিং শেষ হয়ে যাবে ১১ সেপ্টেম্বরের মধ্যে।

ফলাফল প্রকাশ করার আগেই জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা কাউন্সেলিং প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানিয়েছে। অন্যবারের তুলনায় করোনার কথা বিবেচনা করে কাউন্সিলিং পদ্ধতিতে সরলীকরণ করা হয়েছে। মোট তিনটি ধাপে হবে এই কাউন্সেলিং। প্রথম ধাপ হল অ্যালটমেন্ট রাউন্ড। এতে যাদের র‍্যাঙ্ক এসেছে তারা কলেজ বাছাইয়ের সুযোগ পাবে। যত বেশি সম্ভব কলেজের নাম "চয়েজ" হিসাবে সিলেক্ট করতে পারবে পরীক্ষার্থীরা। এরপর দ্বিতীয় ধাপ হল আপগ্রেডেশন রাউন্ড। এই ধাপে সিলেক্ট করার শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের পর প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে যাবতীয় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া কোনো পড়ুয়া প্রতিষ্ঠান বা পড়াশোনার বিষয় বদল করতে চাইলে তার তৃতীয় ধাপের প্রয়োজন হবে।