হাওড়া স্টেশনের উপর চাপ কমানোর উদ্দেশ্যে ৮টি বিশেষ ট্রেনকে শালিমারে সরানোর সিদ্ধান্ত নিল রেল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/10/2021   শেষ আপডেট: 23/10/2021 10:54 p.m.
Smeet Chowdhury @Flickr

দেখে নিন শালিমার থেকে ছাড়া নতুন ট্রেনের তালিকা

হাওড়া স্টেশনে ট্রেনের চাপ কমানোর উদ্দেশ্যে বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনের উৎসস্থল শালিমার স্টেশনে সরানোর সিদ্ধান্ত নিল রেল। আপাতত হাওড়া থেকে ৮টি স্পেশাল ট্রেনকে সরানো হচ্ছে শালিমারে। পরবর্তীতে আরও বেশ কিছু দুরপাল্লার ট্রেনকে শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনে সরানো হতে পারে বলে সূত্রের খবর। আগামী নভেম্বর এবং জানুয়ারি মাস থেকে ৮টি ট্রেন ছাড়বে শালিমার স্টেশন থেকে।

একনজরে দেখে নেওয়া যাক, কোন ট্রেনগুলি হাওড়া ষ্টেশন থেকে সরে যেতে চলেছে শালিমারে?

  • ৪ঠা নভেম্বর থেকে শালিমার থেকে ছাড়বে হাওড়া-লোকমান্য তিলক স্পেশাল ট্রেন
  • ১লা জানুয়ারি থেকে হাওড়া-ভাস্কো ডা গামা স্পেশাল ছাড়বে শালিমার থেকে
  • ২রা জানুয়ারি থেকে হাওড়া-হায়দ্রাবাদ স্পেশাল সরবে শালিমারে
  • ১৪ই জানুয়ারি থেকে শালিমার থেকে চলবে হাওড়া-চেন্নাই স্পেশাল
  • ১৫ই জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে ছাড়বে হাওড়া-পোরবন্দর স্পেশাল ট্রেন
  • হাওড়া-পুরী বিশেষ দুটি ট্রেন শালিমার থেকে চলবে যথাক্রমে ১৪ এবং ১৫ই জানুয়ারি
  • ১৮ই জানুয়ারি থেকে শালিমার থেকে চলবে হাওড়া-ওখা বিশেষ ট্রেন

হাওড়া স্টেশনে বর্তমানে প্ল্যাটফর্মের সংখ্যা ২৩ টি। তবে সে তুলনায় ট্রেনের সংখ্যা অনেক বেশি। তাই ট্রেনের চাপ সামাল দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রের খবর, ট্রেনের চাপ কমলে স্টেশনে ঢোকার সময় অন্য লোকাল এবং দুরপাল্লার ট্রেনকে কম সময় দাঁড়িয়ে থাকতে হবে। এতে আখেরে লাভ হবে রেলযাত্রীদেরই।