ভোটের মুখে ৪৭ ডব্লিউবিসিএস অফিসারকে বদল করল নবান্ন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/02/2021   শেষ আপডেট: 20/02/2021 10:18 a.m.
-

ভোটের দিনক্ষণ ঘোষিত হলে হতে পারে আরও রদবদল

বিধানসভা নির্বাচনের আগে আবার বড়ো রদবদল করলো রাজ্য সরকার। ২৪ জন বিডিও ও ২৩ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মোট ৪৭ জন ডব্লিউবিসিএস অফিসারকে বদল করল নবান্ন। নন্দীগ্রাম, গড়বেতা, চন্দ্রকোণা, খেজুরি, খানাকুল প্রভৃতি অঞ্চল সহ গোটা বাংলা জুড়েই হয়েছে বদল। ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলে আরও পরিবর্তন করা হতে পারে বলেই শোনা যাচ্ছে। দীর্ঘদিন একই জায়গায় থেকে কাজ করার পর বিশেষত গড়বেতা ও নন্দীগ্রামে এই বদল অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন।

নন্দীগ্রাম ব্লক১ ও ব্লক২, খেজুরি ব্লক১ ও ব্লক২, গড়বেতা ব্লক১, চন্দ্রকোণা ব্লক২, খানাকুল ব্লক১, বারাকপুর ব্লক১ তে বদল হচ্ছেন বিডিওরা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেই বদলি হয়েছেন ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও কলকাতার পুলিশ সুপার। আগামী ২৫ শে ফেব্রুয়ারির মধ্যে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে কলকাতায় এবং রাজ্যের সাথে যৌথ উদ্যোগে ভোট-নিরাপত্তা বজায় রাখবেন তারা।