৩১ টি স্পেশাল ট্রেন বাতিল করল রেল, দেখে নিন সম্পূর্ণ তালিকা
১৮ টি দূরপাল্লার ট্রেন লাইন রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কিছু দিনে বাতিল করা হয়েছে
করোনা পরিস্থিতিতে গোটা দেশে সংক্রমনের ভ্রুকুটি উদ্বেগে ফেলছে মানুষকে। এরইমধ্যে বাংলায় সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবং চাহিদা কমে যাওয়ায় একাধিক স্পেশাল ট্রেন বাতিল করছে রেল। কিছুদিন আগেই উত্তর-পূর্ব সীমান্ত রেল মোট ৯ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করেছিল। ওই ট্রেনগুলিতে পর্যাপ্ত যাত্রী না হওয়ার কারণে তা বাতিল করে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য। এছাড়াও আজ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরও ১৮ টি দূরপাল্লার ট্রেন কিছু নির্দিষ্ট দিনের জন্য বাতিল করা হবে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য।
একনজরে দেখে নিন অনির্দিষ্টকালের জন্য বাতিল হওয়া স্পেশাল ট্রেনের তালিকা:
১) ০৫৭৫১ নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি স্পেশাল
২) ০৫৭৫২ হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি স্পেশাল
৩) ০৫৮১৫ গুয়াহাটি-ডেকারগাঁও ইন্টারসিটি স্পেশাল
৪) ০৫৮১৫/১৬ ডেকারগাঁও-গুয়াহাটি ইন্টারসিটি স্পেশাল
৫) ০৭৫৪১ শিলিগুড়ি-ইন্টারসিটি স্পেশাল
৬) ০৭৫৪২ ধুবরি-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল
৭) ০৭৫২৫ শিলিগুড়ি-বঙ্গাইগাঁও ডেমু স্পেশাল
8) ০৭৫২৬ বঙ্গাইগাঁও-শিলিগুড়ি ডেমু স্পেশাল
৯) ০৫৪৬৭ শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি
১০) ০৫৪৬৮ বামনহাট-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল
১১) ০৫৮১১ ধুবরি-গুয়াহাটি এক্সপ্রেস স্পেশাল
১২) ০৫৭৬৭ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল
১৩) ০৫৭৬৮ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল
১৪) ০৫৭১৯ কাটিহার-শিলিগুড়ি ইন্টারসিটি স্পেশাল
১৫) ০৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি স্পেশাল ইত্যাদি।
রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য যেসমস্ত ট্রেন বাতিল হয়েছে, তার তালিকা:
০৩১৬৩ শিয়ালদহ-সহর্সা এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৭ মে বাতিল)
০৩১৬৪ সহর্সা-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশাল (১৫ থেকে ১৮ মে বাতিল)
০৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৭ মে বাতিল)
০৩১৪৬ রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস স্পেশাল (১৫ থেকে ১৮ মে বাতিল)
০৩০৬৩ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস স্পেশাল (১৩, ১৪ এবং ১৭ বাতিল)
০৩০৬৪ বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (১৩, ১৪ এবং ১৭ বাতিল)
০৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস (১৪ এবং ১৫ মে বাতিল)
০৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস (১৬ মে বাতিল)
০৫৯৬১ হাওড়া- ডিব্রুগড় এক্সপ্রেস (১৭ মে থেকে বাতিল)
০৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস স্পেশাল (১৩ থেকে ১৭ মে বাতিল)
০৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৮ মে বাতিল)
০৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস স্পেশাল (১৩ থেকে ১৭ মে বাতিল)
০৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশাল (১৪ থেকে ১৮ মে বাতিল)