ঠাকুর থেকে ফেরার পথে মত্ত যুবক-যুবতীদের হাতে আক্রান্ত মা মেয়ে, আটক ৩
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি উত্তরপাড়া এলাকায়
নবমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মত্ত যুবক যুবতীদের হাতে আক্রান্ত হলেন মা মেয়ে। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তর পাড়া এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার সূত্রে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নবমীর মাঝ রাতে স্বামীর সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় উত্তরপাড়ার পাতকুয়াতলা এলাকার বাসিন্দা মাধুরী সিংহ এবং মেয়ে জ্যোতি সিংহ মাইতি আক্রান্ত হন। জানা যায়, রাস্তায় তিনজন যুবক-যুবতী মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে কেন তারা এরকম করছেন তা জিজ্ঞেস করায় জ্যোতিকে আচমকা মারধর করতে শুরু করেন তারা।
জ্যোতির গায়ে হাত তোলেন ওই মত্ত যুবতী। মা যখন মেয়েকে বাঁচাতে আসেন তখন মায়ের মাথায় জলের বোতল দিয়ে মারা হয়। সেই মুহূর্তেই মাধুরী দেবীর মাথা ফেটে যায়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় মাধুরী সিংহের। দম্পতির চিৎকারে এলাকার বাসিন্দারা চলে আসেন। তারপরেই সেখানে পৌঁছায় উত্তর পাড়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ পুলিশকে অকথ্য গালিগালাজ করছিলেন ওই মত্ত যুবক-যুবতীরা। উত্তর পাড়া থানার পুলিশ তিন যুবতীর সঙ্গীদের আটক করে থানায় নিয়ে গিয়েছে।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জ্যোতির মা মাধুরী জানিয়েছেন, "ঠাকুর দেখে বাড়ি ফিরছিলাম। দেখি ওরা মাতলামো শুরু করেছে। প্রথমে আমার স্বামী ওদের বারণ করেছিল কিন্তু ওরা শুনেনি। তখন আমার মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে কেন এরকম করছেন? তারপরেই ওই যুবতী আমার মেয়ের উপরে চড়াও হয়। মেয়ের মঙ্গলসূত্রের ছিড়ে দেয়। তাকে আঁচড়ে দেয়।" জ্যোতির মা আরো অভিযোগ করেছেন, তাকেও বোতল দিয়ে মারধর করা হয়েছে। রাস্তায় পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে। তবে পুলিশের ব্যবহারে তারা খুশি বলে জানিয়েছে ওই দম্পতি।