শিয়ালদহ শাখায় চালু হচ্ছে ২০৬টি অতিরিক্ত ট্রেন
চালু হচ্ছে মহিলা স্পেশাল ট্রেনও
আনলক পর্বে রেল পরিষেবা শুরু হলেও তা আগের মতো পুরোদমে চলেনি। তবে নিত্যযাত্রীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে ট্রেনসংখ্যা। আজ থেকে শিয়ালদহ শাখায় আগের চেয়ে ২০৬ টি বেশি ট্রেন চালানো হবে, এমনটাই দাবি রেল কর্তৃপক্ষের।
গত ১১ই নভেম্বর থেকে রেল চালু হবার ধীরে ধীরে ট্রেনসংখ্যা বেড়েছে। রাজ্য ও দেশজুড়ে সংক্রমণ নিম্নমুখী এবং রেল চালানোয় মুখ্যত যে ব্যাপক হারে সংক্রমণের আশঙ্কা ছিল, তা হয়নি। তাই স্বস্তির সাথেই নিশ্চিন্তে যাত্রীদের স্বার্থে এবার শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে ৬৫৪ টি ট্রেন বেড়ে হবে ৮৬০ এবং এরই মধ্যে থাকবে ১২টি মহিলা স্পেশাল ট্রেনও। দুপুর ও রাতে মূলত ট্রেনসংখ্যা বাড়ছে। উত্তরে ব্যারাকপুর, নৈহাটি, ব্যান্ডেল, হাসনাবাদ, বসিরহাট, বনগাঁ, লালগোলা-সহ সবকটি শাখা ও দক্ষিণে বজবজ, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার সহ সমস্ত শাখায় বাড়বে ট্রেন। একধাক্কায় অনেকগুলি ট্রেন বাড়ানোর দরুন যাত্রীসংখ্যার বিচারে শীতের মরসুমকেই বেছে নিয়েছে রেল। নতুন বছর থেকে যাত্রী পরিসেবা আবার আগের চেহারায় আসবে বলেই আশ্বাস কর্তৃপক্ষের।