করোনা পরিস্থিতিতে এবার হাসপাতালে অক্সিজেন পৌঁছাবে Zomato
Zomato এর অভিযানে সাথ দিচ্ছে Delhivery ও Paytm
গোটা দেশজুড়ে করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন দাবানলের মত ছড়িয়ে যাচ্ছে। প্রতিদিন সংক্রমণ লাফিয়ে বাড়ছে। হাসপাতালগুলিতে বেড পাওয়া যাচ্ছে না। রাজধানী দিল্লিসহ একাধিক রাজ্যে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে। হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় অনেক করোনা রোগীর মৃত্যুর খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ালো অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জ্যোমাটো। তারা বর্তমানে ডেলহিভেরি ও পেটিএম সংস্থার সাথে গাঁটছড়া বেঁধে হাসপাতালগুলিতে অক্সিজেন পরিবহন করবে বলে জানা গিয়েছে।
আসলে জ্যোমাটো কোম্পানির সমাজসেবী সংস্থা জ্যোমাটো ফিডিং ইন্ডিয়া একটি নতুন অভিযান শুরু করেছে যার নাম রাখা হয়েছে, "Help Save My India"। এই অভিযানে তারা পেটিএমের সাহায্য নিয়ে ৫০ কোটি টাকা তহবিল তৈরীর চেষ্টা করছে। এই তহবিল তৈরি হয়ে গেলে অক্সিজেন কনসেনট্রেটর জোগানের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে ডেলহিভেরি তাদের বিমান সংস্থার সাথে যৌথভাবে অক্সিজেন আমদানির জন্য ভর্তুকিযুক্ত চার্টার্ড বিমান চালাবে।