অনলাইনে খাবার অর্ডার করা এবার থেকে হচ্ছে দামী, ১ জানুয়ারী থেকে দিতে হবে অতিরিক্ত ট্যাক্স

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/12/2021   শেষ আপডেট: 20/12/2021 11:20 p.m.
খাবার ডেলিভারি অ্যাপ সার্ভিস https://unsplash.com

অর্থমন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

নতুন বছরের প্রথম দিন থেকেই বাড়তে চলেছে আপনার খাবারের খরচ। জানা যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে সুইগী এবং জোমাটো-র মত অ্যাপ সার্ভিস খাবার ডেলিভারি করার জন্য আপনার কাছ থেকে অতিরিক্ত ৫ শতাংশ করে জিএসটি গ্রহণ করতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেপ্টেম্বর মাসে এই বিষয়টি নিয়ে ঘোষণা করেছিলেন। আর এই নতুন নিয়ম কার্যকর হতে শুরু করছে আগামী পয়লা জানুয়ারি ২০২২ থেকে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই অ্যাপগুলি কাস্টমার এর কাছ থেকেই অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি গ্রহণ করবে, রেস্টুরেন্টের কাছ থেকে নয়।

সাধারণত এই ধরনের অ্যাপগুলি রেস্টুরেন্টের রেজিস্ট্রেশন চেক করে না। তাই এই সমস্ত জায়গা থেকে রেভিনিউ লিক হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকেই এই সমস্ত ফুড ডেলিভারি অ্যাপগুলি কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত ৫ শতাংশ করে জিএসটি চার্জ গ্রহণ করছে। কেন্দ্রীয় সরকারের দ্বারা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তাই প্রত্যেক অ্যাপকে এ সিদ্ধান্ত মানতেই হবে। তবে, যদি আপনি জিএসসি রেজিস্টার করা কোন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেন তাহলে আপনাকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না। কিন্তু সেই রেস্টুরেন্টের যদি জিএসটি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হতে পারে।

তবে সে ক্ষেত্রে, অধিকাংশ রেস্টুরেন্ট ট্যাক্স এর আওতায় চলে আসতে পারে। যার ফলে পরবর্তীতে আপনাকে আর অতিরিক্ত টাকা গুনতে হবে না। তবে যদি কোন অ্যাপ এই অতিরিক্ত টাকা ক্রেতার কাছ থেকে গ্রহণ করার কোন বাইপাস রাস্তা খুঁজে বের করে, তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হতে পারে। তাই যদি কোন খাবার অর্ডার করতে হয়, তাহলে অবশ্যই বিশ্বস্ত কোন অ্যাপ সার্ভিস থেকে খাবার অর্ডার করবেন।