সামনের অর্থবর্ষে কমতে পারে আপনার ব্যাংকে ঢোকা স্যালারির পরিমাণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/12/2020   শেষ আপডেট: 10/12/2020 2:47 a.m.

টেক হোম স্যালারি থেকে টাকা কেটে অন্য খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা

আগামী এপ্রিল থেকেই কমে যেতে পারে সরকারি কর্মচারীদের টেক হোম স্যালারি। কেন্দ্রীয় সরকারের খসড়া প্রস্তাব নোটিফাই হলেই সামনের অর্থবর্ষ থেকেই পকেটে ঢোকা মাইনের পরিমাণ কমে যাবে চাকুরিজীবীদের।

গত বছরই সংসদে পাস হয়েছিলো মাইনে বিধি বা কোড অন ওয়েজেস। এই প্রস্তাব অনুযায়ী মোট মাইনের ৫০ শতাংশ যাবে ওয়েজেস খাতে। অর্থাৎ মোট স্যালারির ৫০ শতাংশ হতে হবে বেসিক পে। ফলত বাড়বে বেসিক স্যালারি। স্বভাবতই গ্র্যাচুইটি পেনশন ফান্ড জাতীয় খাতে বেশি টাকা যাবে স্যালারি থেকে। কমবে টেক হোম স্যালারির পরিমাণ।

সংসদে পাস হওয়া এই নিয়ম সরকার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে পারেন আগামী বছরই। এই নিয়মে এই মুহূর্তে কম মাইনে পেলেও অবসর পরবর্তী সময়ে অনেকটা টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এর ফলে মানুষের সামাজিক সুরক্ষা বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।