ভোটারের সংখ্যা ৯০, কিন্তু ভোট পড়লো ১১৭টি, তাজ্জব ঘটনা অসমের নির্বাচনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/04/2021   শেষ আপডেট: 06/04/2021 5:41 a.m.
নির্বাচন কমিশন

অসমের হাফলং কেন্দ্রের একটি বুথে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে

অসমের নির্বাচনে এবারে ঘটল একেবারে তাজ্জব একটি ঘটনা। একটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা মাত্র ৯০, অথচ সেই কেন্দ্রে ভোট পড়ল সর্বমোট ১১৭টি। ঘটনাটি অসমের হাফলং কেন্দ্রে ঘটেছে। এখানে খোটলির একটি বুথে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বুথে সর্ব মোট ভোটারের সংখ্যা হল ৯০। কিন্তু পাওয়া রেকর্ড অনুযায়ী ভোট পড়েছে এখানে ১১৭ টি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এই সরাসরি নির্বাচন কমিশনকে কাটগড়ায় তুলেছে বিরোধীদল। কমিশন নড়েচড়ে বসেছে এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার জন্য। সরাসরি তারা ওই বুথের পাঁচ পোলিং অফিসারকে সাসপেন্ড করেছে।

অভিযোগ উঠেছে সেই গ্রামের গ্রাম প্রধান এই তালিকা মানতে চাননি। প্রশ্ন হলো ভোট কর্মীরা কেন গ্রামপ্রধানের কথা শুনেছেন? বুথের নিরাপত্তা কেমন ছিল? সবকিছু নিয়ে উঠেছে প্রশ্ন। এই অভিযোগ সামনে আসা মাত্রই কমিশনকে সরাসরি কটাক্ষ করেছে বিরোধী দল। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপিকে বাড়তি সুবিধা করে দিচ্ছে নির্বাচনে সিট পাওয়ার জন্য। তার পাশাপাশি নির্বাচনে গড়মিলের অভিযোগ তুলেছে তারা। সব মিলিয়ে বেশ কিছুটা চাপে বর্তমানে নির্বাচন কমিশন। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য ওই বুথের ৫ জন পোলিং অফিসার কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।